বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

কুড়িগ্রামে কলেজ শিক্ষিকার বিতর্কিত মন্তব্যে নাস্তিক লেখিকা তাসলিমা নাসরিনের প্রতিক্রিয়া


মুতাসিম বিল্লাহ তানিম
মুতাসিম বিল্লাহ তানিম
প্রকাশ : ৪ মে ২০২৫, ০৯:১৩ এএম | প্রিন্ট সংস্করণ |

কুড়িগ্রামে কলেজ শিক্ষিকার বিতর্কিত  মন্তব্যে নাস্তিক লেখিকা তাসলিমা নাসরিনের প্রতিক্রিয়া

কলেজ শিক্ষিকার বিতর্কিত মন্তব্যে নাস্তিক তাসলিমা নাসরিনের  বাজে প্রতিক্রিয়া।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা  কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষিকা  মিসেস লাকি খাতুন(৪৫)সামাজিক মাধ্যমে পর্দা প্রথা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চরম সমালোচনার মুখে পড়েছেন, 


এদিকে  ফেসবুক স্ট্যাটাস ঘিরে আবার নতুন বাজে প্রতিক্রিয়া  দিয়েছে  নাস্তিক লেখিকা  তাসলিমা নাসরিন 


মিসেস লাকি খাতুন  তার facebook  স্ট্যাটাসে লেখেন, চেহারাই যদি এভাবে ঢাকতে হয় তাহলে আল্লাহ চেহারা দিলেন কেন? মুখবিহীনভাবেই নারীদের তৈরি করতে পারতেন সৃষ্টিকর্তা। পর্দা প্রথাটা খুবই ভয়ংকর অশিক্ষিত প্রথা। সামান্য সেন্স দিয়ে চিন্তা করলেই বোঝা যায়, এটি পুরুষেরা নিজেদের স্বার্থে নারীদের উপর চাপিয়ে দিয়েছে, অথচ নিজেরা তা মানে না। এটা আল্লাহর নামে পুরুষেরা নারীদের উপর চালিয়ে দিচ্ছে। যদি এটা সত্যিই আল্লাহর নির্ধারিত হতো, তবে নারীদের কচ্ছপের মতো খোলস দিয়েই সৃষ্টি করা হতো।”


এই মন্তব্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।


 অনেকে একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 


বিক্ষুব্ধ অনেকে কলেজ প্রশাসনের কাছে লাকি খাতুনকে শিক্ষকতা পদ থেকে অপসারণের আহ্বান জানান।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাকি খাতুন নতুন একটি পোস্টে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। তবে তার এই ক্ষমা অনেকেই গ্রহণ করতে অস্বীকৃতি জানান।


এ বিষয়ে বাজে প্রতিক্রিয়া জানিয়ে নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লেখেন, 

এখন লাকি খাতুনকে জিহাদিরা বলছে, সে নাকি তসলিমা নাসরিনের উত্তরসূরী। 

কেউ একটু নারীর অধিকারের পক্ষে কথা বললেই, যুক্তির কথা বললেই তাকে তসলিমা নাসরিন বলে গালি দেয় তারা। এখন জিহাদিরা তাকে খুঁজছে খুন করার জন্য।”


ঘটনাটি বর্তমানে স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের দাবি উঠেছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


কুড়িগ্রামে কলেজ শিক্ষিকার বিতর্কিত মন্তব্যে নাস্তিক লেখিকা তাসলিমা নাসরিনের প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৫

featured Image

কলেজ শিক্ষিকার বিতর্কিত মন্তব্যে নাস্তিক তাসলিমা নাসরিনের  বাজে প্রতিক্রিয়া।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা  কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষিকা  মিসেস লাকি খাতুন(৪৫)সামাজিক মাধ্যমে পর্দা প্রথা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চরম সমালোচনার মুখে পড়েছেন, 


এদিকে  ফেসবুক স্ট্যাটাস ঘিরে আবার নতুন বাজে প্রতিক্রিয়া  দিয়েছে  নাস্তিক লেখিকা  তাসলিমা নাসরিন 


মিসেস লাকি খাতুন  তার facebook  স্ট্যাটাসে লেখেন, চেহারাই যদি এভাবে ঢাকতে হয় তাহলে আল্লাহ চেহারা দিলেন কেন? মুখবিহীনভাবেই নারীদের তৈরি করতে পারতেন সৃষ্টিকর্তা। পর্দা প্রথাটা খুবই ভয়ংকর অশিক্ষিত প্রথা। সামান্য সেন্স দিয়ে চিন্তা করলেই বোঝা যায়, এটি পুরুষেরা নিজেদের স্বার্থে নারীদের উপর চাপিয়ে দিয়েছে, অথচ নিজেরা তা মানে না। এটা আল্লাহর নামে পুরুষেরা নারীদের উপর চালিয়ে দিচ্ছে। যদি এটা সত্যিই আল্লাহর নির্ধারিত হতো, তবে নারীদের কচ্ছপের মতো খোলস দিয়েই সৃষ্টি করা হতো।”


এই মন্তব্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।


 অনেকে একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 


বিক্ষুব্ধ অনেকে কলেজ প্রশাসনের কাছে লাকি খাতুনকে শিক্ষকতা পদ থেকে অপসারণের আহ্বান জানান।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাকি খাতুন নতুন একটি পোস্টে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। তবে তার এই ক্ষমা অনেকেই গ্রহণ করতে অস্বীকৃতি জানান।


এ বিষয়ে বাজে প্রতিক্রিয়া জানিয়ে নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লেখেন, 

এখন লাকি খাতুনকে জিহাদিরা বলছে, সে নাকি তসলিমা নাসরিনের উত্তরসূরী। 

কেউ একটু নারীর অধিকারের পক্ষে কথা বললেই, যুক্তির কথা বললেই তাকে তসলিমা নাসরিন বলে গালি দেয় তারা। এখন জিহাদিরা তাকে খুঁজছে খুন করার জন্য।”


ঘটনাটি বর্তমানে স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের দাবি উঠেছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানানো হয়েছে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত