বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

পর্যটকদের সচেতনতায় স্টিয়ারিং কমিটির উদ্যোগ: বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও মাদকের বিরুদ্ধে বার্তা


আব্দুল্লাহ আল ফরহাদ
আব্দুল্লাহ আল ফরহাদ
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:৪৯ পিএম | প্রিন্ট সংস্করণ |

পর্যটকদের সচেতনতায় স্টিয়ারিং কমিটির উদ্যোগ: বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও মাদকের বিরুদ্ধে বার্তা
কক্সবাজার সদর উপজেলায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির সপ্তম সভায় কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদক, যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন বিএডিসি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল।

স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় কলাতলী উচ্চ বিদ্যালয় ও কলাতলী আদর্শ দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে। এতে স্টিয়ারিং কমিটির সদস্যরা বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, যৌন হয়রানি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখবেন।

এছাড়া সভায় জানানো হয়, পর্যটন নগরীর কক্সবাজারে দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা পর্যটকদের জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হবে।

স্টিয়ারিং কমিটির সপ্তম সভায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার স্থানীয় বাস্তবায়ন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসনের চারটি স্তম্ভ বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

এতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান, স্টিয়ারিং কমিটির সদস্য পাপিয়া রাণী দে, মা টিন টিন, কলিম উল্লাহ, মাইন উদ্দিন হাসান শাহেদ, সুরাইয়া আক্তার, হুমাইরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সমন্বয়ক ও প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।

উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলা স্টিয়ারিং কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) যৌথভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


পর্যটকদের সচেতনতায় স্টিয়ারিং কমিটির উদ্যোগ: বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও মাদকের বিরুদ্ধে বার্তা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
কক্সবাজার সদর উপজেলায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির সপ্তম সভায় কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদক, যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন বিএডিসি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল।

স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় কলাতলী উচ্চ বিদ্যালয় ও কলাতলী আদর্শ দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে। এতে স্টিয়ারিং কমিটির সদস্যরা বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, যৌন হয়রানি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখবেন।

এছাড়া সভায় জানানো হয়, পর্যটন নগরীর কক্সবাজারে দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা পর্যটকদের জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হবে।

স্টিয়ারিং কমিটির সপ্তম সভায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার স্থানীয় বাস্তবায়ন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসনের চারটি স্তম্ভ বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

এতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান, স্টিয়ারিং কমিটির সদস্য পাপিয়া রাণী দে, মা টিন টিন, কলিম উল্লাহ, মাইন উদ্দিন হাসান শাহেদ, সুরাইয়া আক্তার, হুমাইরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সমন্বয়ক ও প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।

উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলা স্টিয়ারিং কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) যৌথভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত