বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

নাগেশ্বরীতে আট মেট্রিক টন-চাল জব্দ করছে যৌথ বাহিনী


মুতাসিম বিল্লাহ তানিম
মুতাসিম বিল্লাহ তানিম
প্রকাশ : ৫ জুন ২০২৫, ১০:১৮ এএম | প্রিন্ট সংস্করণ |

নাগেশ্বরীতে আট মেট্রিক টন-চাল জব্দ করছে যৌথ বাহিনী

নাগেশ্বরীতে সেনাবাহিনীর হাতে  ৮ মেট্রিক টন   ভিজিএফ এর চাল জব্দ 

ঈদকে সামনে রেখে চালচুরি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং থানা পুলিশের সহযোগিতায়। ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়।জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র প্রায় ৮ হাজার পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম এবং কয়েকজন ইউপি সদস্য বেশিরভাগ স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। পরে সেই স্লিপ ব্যবহার করে ব্যবসায়ীরা সরকারি চাল উত্তোলন করে গুদামে মজুদ করেন।স্থানীয় দুই ব্যক্তি হাফিজুর রহমান ও আমিনুর রহমান অভিযোগ করেন, প্রকৃত সুবিধাভোগীদের না দিয়ে স্লিপ বিক্রি করে অনিয়ম করা হয়েছে। তাদের দেয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ৭.৫ মেট্রিক টন চাল জব্দ করে।

তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম দাবি করেন, তিনি পরিষদের বাইরের কোনো সদস্য স্লিপ বিক্রি করেছেন কি না, তা জানেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, ঘটনার তদন্ত করে মামলা দায়ের করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


নাগেশ্বরীতে আট মেট্রিক টন-চাল জব্দ করছে যৌথ বাহিনী

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৫

featured Image

নাগেশ্বরীতে সেনাবাহিনীর হাতে  ৮ মেট্রিক টন   ভিজিএফ এর চাল জব্দ 

ঈদকে সামনে রেখে চালচুরি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং থানা পুলিশের সহযোগিতায়। ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়।জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র প্রায় ৮ হাজার পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম এবং কয়েকজন ইউপি সদস্য বেশিরভাগ স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। পরে সেই স্লিপ ব্যবহার করে ব্যবসায়ীরা সরকারি চাল উত্তোলন করে গুদামে মজুদ করেন।স্থানীয় দুই ব্যক্তি হাফিজুর রহমান ও আমিনুর রহমান অভিযোগ করেন, প্রকৃত সুবিধাভোগীদের না দিয়ে স্লিপ বিক্রি করে অনিয়ম করা হয়েছে। তাদের দেয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ৭.৫ মেট্রিক টন চাল জব্দ করে।

তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম দাবি করেন, তিনি পরিষদের বাইরের কোনো সদস্য স্লিপ বিক্রি করেছেন কি না, তা জানেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, ঘটনার তদন্ত করে মামলা দায়ের করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত