বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা


বদিউজ্জামান রাজাবাবু
বদিউজ্জামান রাজাবাবু
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৩৭ এএম | প্রিন্ট সংস্করণ |

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সেলিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিনা রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী একটি লোকাল ট্রেন সেখানে পৌঁছালে তিনি হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনচালকের বরাতে জানা গেছে, তরুণীটি ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। চালক একাধিকবার হর্ন দিলেও তিনি সরেননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সেলিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিনা রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী একটি লোকাল ট্রেন সেখানে পৌঁছালে তিনি হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনচালকের বরাতে জানা গেছে, তরুণীটি ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। চালক একাধিকবার হর্ন দিলেও তিনি সরেননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত