
একটা সময় পরে কতো কিছু আমরা ভুলে যাই! শুধু ভুলি না! মা জননী কে।
কিছু কিছু স্মৃতি মন ছুঁয়ে রয় মনের গহীনে। মনের অজান্তেই হারিয়ে যাই স্মৃতির জগতে!
কতো মানুষের স্বপ্ন দেখতে দেখতে জীবনের অধিক সময় পার হয়ে যায়!
তবুও আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। নিজস্ব সুবিধার্থে পথচলায় কিছু মানুষ স্বপ্ন দেখিয়ে থাকে, মিষ্টি ভাষায়!
একটি সময় পরে বুঝতে সক্ষম হলে, তাদের আর ভুলি না আমরণ! একেক জনের জীবন ধারা একক রকম।
সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসার মানুষদের, প্রিয় কবি গুণীজনদের আমরা ভুলি না, ভুলি না প্রিয়জনদের।
প্রতিটি মা-বাবা'র স্বপ্ন সন্তানের মুখে প্রথম শব্দ মা-বাবা শোনা। সেইদিনটি আর সন্তানদের মা- বাবা ভুলেন না।
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫
একটা সময় পরে কতো কিছু আমরা ভুলে যাই! শুধু ভুলি না! মা জননী কে।
কিছু কিছু স্মৃতি মন ছুঁয়ে রয় মনের গহীনে। মনের অজান্তেই হারিয়ে যাই স্মৃতির জগতে!
কতো মানুষের স্বপ্ন দেখতে দেখতে জীবনের অধিক সময় পার হয়ে যায়!
তবুও আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। নিজস্ব সুবিধার্থে পথচলায় কিছু মানুষ স্বপ্ন দেখিয়ে থাকে, মিষ্টি ভাষায়!
একটি সময় পরে বুঝতে সক্ষম হলে, তাদের আর ভুলি না আমরণ! একেক জনের জীবন ধারা একক রকম।
সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসার মানুষদের, প্রিয় কবি গুণীজনদের আমরা ভুলি না, ভুলি না প্রিয়জনদের।
প্রতিটি মা-বাবা'র স্বপ্ন সন্তানের মুখে প্রথম শব্দ মা-বাবা শোনা। সেইদিনটি আর সন্তানদের মা- বাবা ভুলেন না।
আপনার মতামত লিখুন