বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বললেন ড. সালেহ উদ্দিন আহমেদ।


আবু হাসান আপন, নবীনগর ব্রাহ্মণবারীয়া প্রতিনিধি।
আবু হাসান আপন, নবীনগর ব্রাহ্মণবারীয়া প্রতিনিধি।
প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম | প্রিন্ট সংস্করণ |

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বললেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নবীনগর থেকে আড়াইহাজার হয়ে যে রাস্তাটি ঢাকার সাথে সংযোগ হবে শীঘ্রই নবীনগর অংশের কাজ উদ্বোধন করা হবে,এছাড়াও তিনি আরো বলেন  'সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, কেউ ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকগুলোতে লিকুইডিটির একটা ব্যাপার আছে। আমাদের তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয় পত্র কিনলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?‎বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্ণর আজ শনিবার সকালে সরকারি সফরে প্রথমবারের মতো তার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন। সম্ভাব্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ব্যাংকিং খাতকে সংকটমুক্ত করা যাবে কিনা স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে অনেকে। এরকম ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটে নাই। ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না। এটা নির্বাচিত সরকার এসে করবে। কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে এটা কোন স্থায়ী সমাধান নয়।'বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় একটা উদাহরণ। প্রাইভেট সেক্টরের বড় এই ব্যাংকে কিন্তু এখন আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা আইন হয়েছে, ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট। এই আইনের প্রথম শর্তটা হলো, যারা টাকা-পয়সা জমা দিয়েছে ব্যাংকে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে। কোন কোন ব্যাংকের হয়তো ব্যবসা নাই, সেগুলো হয়তো সময় লাগবে। এগুলোর হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সহায়তা নিচ্ছি কিভাবে মূল্যায়ন (Assessment) করতে হয়। বর্তমান সরকারের এই উপদেষ্টা শনিবার দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করেন। পরে দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামের বাড়িতে গিয়ে সময় কাটান। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করার কথা রয়েছে তার। উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বললেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নবীনগর থেকে আড়াইহাজার হয়ে যে রাস্তাটি ঢাকার সাথে সংযোগ হবে শীঘ্রই নবীনগর অংশের কাজ উদ্বোধন করা হবে,এছাড়াও তিনি আরো বলেন  'সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, কেউ ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকগুলোতে লিকুইডিটির একটা ব্যাপার আছে। আমাদের তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয় পত্র কিনলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?‎বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্ণর আজ শনিবার সকালে সরকারি সফরে প্রথমবারের মতো তার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন। সম্ভাব্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ব্যাংকিং খাতকে সংকটমুক্ত করা যাবে কিনা স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে অনেকে। এরকম ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটে নাই। ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না। এটা নির্বাচিত সরকার এসে করবে। কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে এটা কোন স্থায়ী সমাধান নয়।'বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় একটা উদাহরণ। প্রাইভেট সেক্টরের বড় এই ব্যাংকে কিন্তু এখন আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা আইন হয়েছে, ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট। এই আইনের প্রথম শর্তটা হলো, যারা টাকা-পয়সা জমা দিয়েছে ব্যাংকে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে। কোন কোন ব্যাংকের হয়তো ব্যবসা নাই, সেগুলো হয়তো সময় লাগবে। এগুলোর হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সহায়তা নিচ্ছি কিভাবে মূল্যায়ন (Assessment) করতে হয়। বর্তমান সরকারের এই উপদেষ্টা শনিবার দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করেন। পরে দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামের বাড়িতে গিয়ে সময় কাটান। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করার কথা রয়েছে তার। উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত