বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


সাদিয়া জান্নাত কেয়া
সাদিয়া জান্নাত কেয়া
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম | প্রিন্ট সংস্করণ |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্যদের দীক্ষা ব্যাচ প্রদান ও সিনিয়র সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা নানা কারণে মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে রেঞ্জার ইউনিটের সদস্যদের শৃঙ্খলাবদ্ধ জীবন সাধারণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আত্মউন্নয়ন ও শারীরিক চর্চার মাধ্যমে জীবনকে গতিশীল করতে হবে, নচেৎ একঘেয়েমি থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, রেঞ্জার ইউনিট একটি শৃঙ্খলিত বাহিনী। তোমাদের ইউনিফর্মের মূল্য বুঝতে হবে এবং দায়িত্ব নিতে হবে যেন পাশের কেউ কোনো প্রকার অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের রেঞ্জার গাইডার অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং জেলা কমিশনার ওবায়দা বানু।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্যদের দীক্ষা ব্যাচ প্রদান ও সিনিয়র সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা নানা কারণে মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে রেঞ্জার ইউনিটের সদস্যদের শৃঙ্খলাবদ্ধ জীবন সাধারণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আত্মউন্নয়ন ও শারীরিক চর্চার মাধ্যমে জীবনকে গতিশীল করতে হবে, নচেৎ একঘেয়েমি থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, রেঞ্জার ইউনিট একটি শৃঙ্খলিত বাহিনী। তোমাদের ইউনিফর্মের মূল্য বুঝতে হবে এবং দায়িত্ব নিতে হবে যেন পাশের কেউ কোনো প্রকার অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের রেঞ্জার গাইডার অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং জেলা কমিশনার ওবায়দা বানু।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত