প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের হাতে ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জন কে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়েছে। এছাড়াও পূজার ছুটিকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক অবকাশযাপনে শহরে আসতে শুরু করেছেন।
অতিরিক্ত ডিআইজি আরও জানান, কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ- এই মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে। চলতি পর্যটন মৌসুমে তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর
নির্বাহী সম্পাদক: রকসী সিকদার
পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী
বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন