কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের ব্রিফিং করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।এসময় তিনি হিজড়াদের সতর্ক করে বলেন, পর্যটন নগরীর ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। সৈকত এলাকায় জোরপূর্বক টাকা আদায়, পর্যটকদের বিরক্ত করা কিংবা হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি আরও জানান, প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। পর্যটন শিল্পকে সমুন্নত রাখতে কোনো গোষ্ঠীকেই ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে কক্সবাজারের হিজড়া সম্প্রদায়ের গুরু মা সংবাদমাধ্যমকে বলেন, আসল হিজড়ারা কখনো পর্যটকদের হয়রানি করে না। আমাদের নামে অন্যরা অপপ্রচার চালাচ্ছে, এতে সমাজে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। পর্যটন নগরীর সুনাম নষ্ট করার জন্য হিজড়াদের নাম ভাঙিয়ে অসাধু চক্র সক্রিয়।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকৃত হিজড়া সম্প্রদায়কে যেন হয়রানি না করা হয় এবং যারা তাদের নামে অপকর্ম করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়। গুরু মা আশ্বাস দেন, হিজড়া সম্প্রদায় সবসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।
আপনার মতামত লিখুন