বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট


রোমানা আক্তার
রোমানা আক্তার
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম | প্রিন্ট সংস্করণ |

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট
কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট
কক্সবাজারের ব্যস্ততম লিংকরোড এখন যানজটের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে তেরাস্তা মোড়ের প্রধান সড়ক দখল করে রেখেছে সিএনজি, টমটম, ত্রি-হুইলার, বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহন। পাশাপাশি ফুটপাতও হকারদের দখলে চলে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ লাইন ও জনদুর্ভোগে ভুগছে সাধারণ মানুষ। উখিয়া-টেকনাফে প্রায় ৫ লাখ স্থানীয় ও ১৫ লাখ রোহিঙ্গাসহ এনজিও-আইএনজিওতে কর্মরত প্রায় পাঁচ হাজার চাকরিজীবীর যাতায়াত এই সড়ক দিয়েই। ফলে প্রতিদিনই এই লিংকরোডে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ভুক্তভোগীরা জানান, কিছুদিন আগে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করলেও আবারও মসজিদ ও অন্যান্য অজুহাতে ফুটপাত দখল হয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ সিন্ডিকেটের দাপট। আগে আনোয়ার সিন্ডিকেট থাকলেও বর্তমানে ‘মুহাম্মদ আলী চক্র’ এ এলাকার দখল নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের মদদেই মহাসড়ক ও ফুটপাত দখল করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এর ফলে উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে, যার কারণে একাধিক মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু বলেন, অচিরেই লিংকরোড ও ফুটপাত দখলমুক্ত করা হবে। ট্রাফিক সেন্ট্রি অফিস না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image
কক্সবাজারের ব্যস্ততম লিংকরোড এখন যানজটের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে তেরাস্তা মোড়ের প্রধান সড়ক দখল করে রেখেছে সিএনজি, টমটম, ত্রি-হুইলার, বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহন। পাশাপাশি ফুটপাতও হকারদের দখলে চলে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ লাইন ও জনদুর্ভোগে ভুগছে সাধারণ মানুষ। উখিয়া-টেকনাফে প্রায় ৫ লাখ স্থানীয় ও ১৫ লাখ রোহিঙ্গাসহ এনজিও-আইএনজিওতে কর্মরত প্রায় পাঁচ হাজার চাকরিজীবীর যাতায়াত এই সড়ক দিয়েই। ফলে প্রতিদিনই এই লিংকরোডে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ভুক্তভোগীরা জানান, কিছুদিন আগে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করলেও আবারও মসজিদ ও অন্যান্য অজুহাতে ফুটপাত দখল হয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ সিন্ডিকেটের দাপট। আগে আনোয়ার সিন্ডিকেট থাকলেও বর্তমানে ‘মুহাম্মদ আলী চক্র’ এ এলাকার দখল নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের মদদেই মহাসড়ক ও ফুটপাত দখল করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এর ফলে উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে, যার কারণে একাধিক মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু বলেন, অচিরেই লিংকরোড ও ফুটপাত দখলমুক্ত করা হবে। ট্রাফিক সেন্ট্রি অফিস না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত