মানবিক আবেদন নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা।
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়ার (৪নং ওয়ার্ড) সন্তান হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন (ব্যাচ-২০২০) বর্তমানে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। ভদ্র, নম্র ও সহজ-সরল স্বভাবের এই তরুণের দুটি কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন ছাড়া তাঁকে বাঁচানো সম্ভব নয়। ইতোমধ্যে সৌভাগ্যক্রমে একজন কিডনি দাতা পাওয়া গেছে। তিনি আর কেউ নন, হাফেজ জসিমের মা নিজেই। তবে এই প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রায় ৬-৭ লাখ টাকা প্রয়োজন। এত বিপুল অর্থের ব্যবস্থা করা একা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে পরিবার, এলাকাবাসী ও শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ফান্ড সংগ্রহ শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় মানবিক যুবক নেছার সওদাগর ফান্ড কালেকশনের প্রধান হিসেবে কাজ করছেন।
স্থানীয় যুবক নেছার সওদাগর জানায়, হাফেজ জসিম আমাদের এলাকার গর্ব। এমন একজন তরুণ আজ মৃত্যুর সাথে লড়ছে, আর তাঁর মা নিজের জীবন বাজি রেখে ছেলেকে কিডনি দিচ্ছেন। আমরা চাই না অর্থাভাবে তাঁর জীবন নিভে যাক। তাই এলাকাবাসী, প্রাক্তন ছাত্র, বন্ধু-বান্ধব সবাই মিলে ফান্ড কালেকশন করছি। প্রত্যেক মানুষের সামর্থ্যানুযায়ী সহযোগিতা করলেই ইনশাআল্লাহ জসিমকে বাঁচানো সম্ভব।
বিশেষভাবে উল্লেখযোগ্য, হাফেজ জসিম উদ্দিনের দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। অন্তত তাদের ভবিষ্যতের কথা ভেবেও সবার সহযোগিতা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
বাবাহীন জীবনের করুণ পরিণতি যেন তাদের কপালে না জোটে, এ ভাবনা থেকেই তাঁর পরিবার, এলাকাবাসী, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী এবং শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ একত্র হয়ে স্বতঃস্ফূর্তভাবে ফান্ড সংগ্রহে অংশ নিয়েছেন।
রোগীর সাথে সরাসরি যোগাযোগ: ০১৮৫৫-১৬৬৩৩৭ (হাফেজ জসিম উদ্দিন)
সাহায্য পাঠানোর নম্বরসমূহ (বিকাশ/নগদ): ০১৮৬৯২৩২৬৫১ (মু. শহীদুল ইসলাম শহীদ)
০১৮২৩৫৪১৪৩৮ (নেছার সওদাগর, প্রধান ফান্ড কালেক্টর)
আপনার মতামত লিখুন