বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

টেকনাফে বিজিবির কঠোর নজরদারি ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত


শাহিন আলম
শাহিন আলম
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | প্রিন্ট সংস্করণ |

টেকনাফে বিজিবির কঠোর নজরদারি ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র কঠোর নজরদারিতে ১৭১ জন রোহিঙ্গা (FDMN) সদস্যের ক্যাম্পের বাইরে অবৈধ চলাচল রোধ করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি দেখা যাচ্ছে, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে ক্যাম্পের বাইরে বের হয়ে স্থানীয় এলাকায় ঘোরাফেরা করছে। এতে সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।


এই প্রেক্ষিতে আজ (০৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দমদমিয়া চেকপোস্টে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং নাইট্যংপাড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি চালায়। তল্লাশির সময় মোট ১৭১ জন রোহিঙ্গা সদস্য (পুরুষ ৮৮, নারী ৫০ ও শিশু ৩৩ জন)-কে আটক করে তাদের পরিচয় যাচাই শেষে মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।


বিজিবি জানায়, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হবে।


টেকনাফ ব্যাটালিয় ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় আমাদের নজরদারি আরও বাড়ানো হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫


টেকনাফে বিজিবির কঠোর নজরদারি ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র কঠোর নজরদারিতে ১৭১ জন রোহিঙ্গা (FDMN) সদস্যের ক্যাম্পের বাইরে অবৈধ চলাচল রোধ করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি দেখা যাচ্ছে, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে ক্যাম্পের বাইরে বের হয়ে স্থানীয় এলাকায় ঘোরাফেরা করছে। এতে সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।


এই প্রেক্ষিতে আজ (০৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দমদমিয়া চেকপোস্টে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং নাইট্যংপাড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি চালায়। তল্লাশির সময় মোট ১৭১ জন রোহিঙ্গা সদস্য (পুরুষ ৮৮, নারী ৫০ ও শিশু ৩৩ জন)-কে আটক করে তাদের পরিচয় যাচাই শেষে মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।


বিজিবি জানায়, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হবে।


টেকনাফ ব্যাটালিয় ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় আমাদের নজরদারি আরও বাড়ানো হবে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত