বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপদের সংবর্ধনা দিল ১১ বিজিবি


আনোয়ার হোছাইন
আনোয়ার হোছাইন
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম | প্রিন্ট সংস্করণ |

নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপদের সংবর্ধনা দিল ১১ বিজিবি
নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপদের সংবর্ধনা দিল ১১ বিজিবি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সেনা রিজিওন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ রানারআপ হওয়া দলকে সংবর্ধনা দিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যাটালিয়নের নিজস্ব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়কে নগদ ২০ হাজার টাকা ও উন্নত মানের ব্যাগ উপহার দেওয়া হয়। এছাড়া উপস্থিত খেলোয়াড় ও অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে বিজিবি কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। বিজয়ের চেয়ে বড় হলো অংশগ্রহণ। ভবিষ্যতে নাইক্ষ্যংছড়ি থেকে জাতীয় মানের খেলোয়াড় বেরিয়ে আসবে—এই আশাই রাখি।”

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও সদ্য জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বর্তমান বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য উছাই মং মার্মা ছোট, মো. হোসাইন, ১১ বিজিবির জোন জেসিও মোশাররফ হোসেন, মেজর আশিক ইকবালসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও ব্যাটালিয়নের সদস্যরা।

শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মিলিত মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫


নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপদের সংবর্ধনা দিল ১১ বিজিবি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সেনা রিজিওন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ রানারআপ হওয়া দলকে সংবর্ধনা দিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যাটালিয়নের নিজস্ব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়কে নগদ ২০ হাজার টাকা ও উন্নত মানের ব্যাগ উপহার দেওয়া হয়। এছাড়া উপস্থিত খেলোয়াড় ও অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে বিজিবি কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। বিজয়ের চেয়ে বড় হলো অংশগ্রহণ। ভবিষ্যতে নাইক্ষ্যংছড়ি থেকে জাতীয় মানের খেলোয়াড় বেরিয়ে আসবে—এই আশাই রাখি।”

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও সদ্য জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বর্তমান বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য উছাই মং মার্মা ছোট, মো. হোসাইন, ১১ বিজিবির জোন জেসিও মোশাররফ হোসেন, মেজর আশিক ইকবালসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও ব্যাটালিয়নের সদস্যরা।

শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মিলিত মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত