শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

প্রাক্তনকে ক্ষমা করা দিবস আজ


দৈনিক বাংলাদেশ ডেস্ক
দৈনিক বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম | প্রিন্ট সংস্করণ |

প্রাক্তনকে ক্ষমা করা দিবস আজ
প্রাক্তনকে ক্ষমা করা দিবস আজ

অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মহৎ গুণ মানুষের মধ্যে তৈরির মহৎ উদ্যোগ নিয়ে প্রতিবছরের মত এবারও পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। ২০১৮ সালের ১৭ অক্টোবর থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে দিবসটি। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভিন্ন মন্তব্য ও পোস্ট দিয়ে থাকেন।আর সেই মহৎ গুণের অধিকারী যদি আপনি হতে চান তাহলে জেনে রাখুন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। সেই মানুষটার প্রতি জমানো রাগ ক্ষোভ সব ছুড়ে ফেলে নতুন দিন শুরু করুন। নিজেকে মুক্ত মনে হবে।যে মানুষটি ফেরার আকুতিকে উপেক্ষা করে চলে গেছে, তাকে যেতে দিন। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এ দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন- যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থেকো সব সময়।সম্পর্ক নানা কারণেই ভাঙে। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এ অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব।প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিনের উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সব অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫


প্রাক্তনকে ক্ষমা করা দিবস আজ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image

অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মহৎ গুণ মানুষের মধ্যে তৈরির মহৎ উদ্যোগ নিয়ে প্রতিবছরের মত এবারও পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। ২০১৮ সালের ১৭ অক্টোবর থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে দিবসটি। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভিন্ন মন্তব্য ও পোস্ট দিয়ে থাকেন।আর সেই মহৎ গুণের অধিকারী যদি আপনি হতে চান তাহলে জেনে রাখুন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। সেই মানুষটার প্রতি জমানো রাগ ক্ষোভ সব ছুড়ে ফেলে নতুন দিন শুরু করুন। নিজেকে মুক্ত মনে হবে।যে মানুষটি ফেরার আকুতিকে উপেক্ষা করে চলে গেছে, তাকে যেতে দিন। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এ দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন- যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থেকো সব সময়।সম্পর্ক নানা কারণেই ভাঙে। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এ অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব।প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিনের উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সব অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত