প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫
নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রকসী সিকদার চট্টগ্রাম :
নগরীর অন্যতম ব্যস্ত এলাকা বাকলিয়ার নতুনব্রীজ এর ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও কার্যকর করার লক্ষ্যে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ গতকাল বুধবার(৮ অক্টোবর) নগরীর বাকলিয়ার কেআরএস কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিপিএম।সভায় নতুনব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা,যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট,অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের গতিশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এসময় প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ,বিপিএম বলেন আমরা নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। এজন্য এখানে কিভাবে একটি সহনীয় ট্রাফিক ব্যবস্থা ধরে রাখা যায়,সে বিষয়ে আমরা কাজ করছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটাতে হবে।সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমাতে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।এসময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্ ও অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধি।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত