প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার কর্মচারী, হাসপাতালে ভর্তি
আব্দুল্লাহ আল ফরহাদ :
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় দুর্ধর্ষ চোরচক্র প্রতিনিয়ত প্রকল্পের মূল্যবান মালামাল চুরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।তবে এবার চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন প্রকল্পে কর্মরত এক শ্রমিক।ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে মাতারবাড়ি দক্ষিণ মগডেইল এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মেহের আলীর পুত্র রেজাউল করিম ও মৃত মঞ্জু মিয়ার পুত্র বিপুলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি করতে যায়। এসময় হাসেম অ্যান্ড সন্স কোম্পানির কর্মচারী মেহেদী হাসান বাপ্পি বাধা দিলে চোরেরা দেশীয় অস্ত্র (দা, কিরিচ) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়।সহকর্মী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।আহতের বড় ভাই মামুন বলেন,দেশের এত বড় একটি প্রকল্পে এভাবে চুরি হওয়া মেনে নেওয়া যায় না। প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন,আহত বাপ্পির পকেটে কোম্পানির বিভিন্ন কর্মচারীদের বেতন বাবদ প্রায় ৪-৫ লক্ষ টাকা পকেটে ছিলো, সেগুলোও তারা নিয়ে নিছে বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় আহত বাপ্পির পরিবার মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত